মানুষের শরীরে শিং। শুনতে অবাক লাগলেও এ কথাই সত্য প্রমাণিত হল। তবে জন্মগত নয়, দু’বছর আগে কোমর ফুঁড়ে এই শিং বেরিয়ে ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত পুরুলিয়ার চাকোলতোড় গ্রামের হাবু গোপের।
প্রথম বিষয়টি নিয়ে গুরুত্ব দেননি হাবু। এর জন্য অসুবিধাও খুব একটা হত না। পরে শিংয়ের আকার যত বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়ে যন্ত্রণা। গতকাল শনিবার পুরুলিয়া হাসপাতালে ডাক্তারদের কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে হাবুর শরীর থেকে শিং কেটে বাদ দেওয়া হয়।
পুরুলিয়া মফস্বল থানার চাকোলতোড় গ্রামের বাসিন্দা বছর চল্লিশের হাবু। কোমরের শিং নিয়েই যন্ত্রনার মধ্যে দিন পার করছিলেন টানা দু’বছর। হাসপাতালের বেডে শুয়ে হাবু জানান, ‘মনে হচ্ছে শরীর থেকে একটা বিশাল কোনও জিনিস নেমে গেল।’
চিকিৎসকরা বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে এই রোগকে বলা হয় সিবেসিয়াস হর্ন। এই ধরনের রোগ আমরা খুব একটা দেখতে পাই না। ওই ব্যক্তির কোমরের ঠিক ওপরে শিংয়ের মতো বেরিয়ে ছিল। আমরা বিষয়টি আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছিলাম কেটে বাদ দেওয়ার। বর্তমানে ওই রোগী সুস্থ আছেন।’