![জেনে নিন কোন সময় যৌন সম্পর্কে হলে গর্ভধারণ নিশ্চিত হয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-68ce24b138b67dd2467bd3d51a3a316c.jpg&w=144&h=96)
![রাশি অনুযায়ী যেভাবে হতে পারে আপনার মৃত্যু!](https://bdup24.com/media/2018/03/janabd-075f98f1eae35054044fa3ece852436f.jpg)
মৃত্যু নিশ্চিত জেনেও আমরা প্রতিদিন আমাদের কাজ করে যাই। কখন কিভাবে মৃত্যু আসতে পারে, কে জানে। তবুও আমাদের আজকের এই প্রতিবেদন থেকে দেখে নিন, রাশি অনুয়ায়ী কিভাবে আমাদের মৃত্যু হতে পারে-
১। মেষ-
এই রাশির জাতকদের আকস্মিক মৃত্যু হতে পারে। কোনও গাড়ি দুর্ঘটনা কিংবা ট্রেনে কাটা পড়ার সম্ভবনা রয়েছে।
২। বৃষ-
এই রাশির জাতকেরা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে পারেন। যা এক সময়ে বড় আকার ধারণ করতে পারে, যাতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
৩। মিথুন-
এই রাশির জাতকদের স্বাভাবিক মৃত্যু হতে পারে।
৪। কর্কট-
এই রাশির জাতকদের ছাদ থেকে পড়ে মৃত্যুর সম্ভবনা রয়েছে।
৫। সিংহ-
এই রাশির জাতকদের ক্যানসার হওয়ার ফলে মৃত্যু হতে পারে।
৬। কন্যা-
কোনও আততায়ীর হাতে মৃত্যু হতে পারে। ছুরির আঘাতে মৃত্যু হওয়ার সম্ভবনা রয়েছে।
৭। তুলা-
এই রাশির জাতকদের আত্মহত্যার ফলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮। বৃশ্চিক-
বেড়াতে গিয়ে মৃত্যু হতে পারে। পাহাড় থেকে পড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
৯। ধনু-
প্রেমে আঘাত পেয়ে মৃত্যু হতে পারে এই রাশির জাতকদের।
১০। মকর-
হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। ফুসফুসের সমস্যা থাকলে সর্তক থাকুন।
১১। কুম্ভ-
খাবারে বিষক্রিয়ার ফলে এই রাশির জাতকদের মৃত্যু হতে পারে।
১২। মীন-
মাথায় আঘাত লাগার ফলে মৃত্যু হতে পারে।
সূত্রঃ ইন্টারনেট
![জেনে নিন কোন সময় যৌন সম্পর্কে হলে গর্ভধারণ নিশ্চিত হয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-68ce24b138b67dd2467bd3d51a3a316c.jpg&w=144&h=96)
![জীবনে খারাপ সময়ে ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন, সফল হবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-dd0fc3387d279f2fc1a7a3f672ea6b0a.jpg&w=144&h=96)
![সকালে ঘুম থেকে উঠে যেসব কাজ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-1ae6d832e61922335167a47f41211a30.jpg&w=144&h=96)
![হার্ট সুস্থ রাখতে দেবী শেঠির কিছু জরুরী পরামর্শ](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-9571dad093a4d7b361148b472fce9a55.jpg&w=144&h=96)
![নারীরা যে ৫টি ছলনায় সহজেই পুরুষদের ফাঁদে ফেলতে পারে!](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-1421f658b20874eb200e6eeaca8d6d88.jpg&w=144&h=96)
![বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ১০ ভুল কখনই নয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/02/janabd-f461a996d343fc1e5489b80aaaff679b.jpg&w=144&h=96)
![যেসব কারনে পুরো পৃথিবীতে বাঙ্গালী মেয়েরা সবার চাইতে আলাদা !](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-742aed9fb8c83d3593cfa6cad71a1996.jpg&w=144&h=96)
![অতিরিক্ত ঘাম হতে পারে যেসব মারাত্মক রোগের লক্ষণ](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-b21ab29d136b3172a2d34952c0938caa.png&w=144&h=96)
![যে ১০ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-0f5f11318128225f5ae305bff7d67ba0.jpg&w=144&h=96)
![হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-ec27a7368c3b476de03d37bf85db033a.jpg&w=144&h=96)