বিয়ের আসরে ছেলের বউকে বাবার চুমু, অতঃপর

সাধারন অন্যরকম খবর March 2, 2018 3,989
বিয়ের আসরে ছেলের বউকে বাবার চুমু, অতঃপর

ছেলের বিয়ের আসরে বাবা ঘটালেন অবাক করার মতো এক কাণ্ড! ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, বিয়ের আসরে ডজন খানেক অতিথির সামনে নিজের ছেলের বউকে জোর করে চুমু দিয়েছেন মদ্যপ এক বাবা।


প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি চীনের জিয়াংসু প্রদেশের ইয়ানকেন শহরের ওয়াজৌ ইন্টারন্যাশনাল প্লাজায় ঘটনাটি ঘটে। অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, চুমু দেওয়ার আগে ওই ব্যক্তিকে স্টেজের সামনে দিয়ে হাঁটতে দেখা যায়। এর পরই ওই ব্যক্তি তার পুত্রবধূকে পেছন থেকে জড়িয়ে ধরেন। পরে চুমু দিতে থাকেন।


অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি নববধূর সঙ্গে পরিচিত হচ্ছিলেন। হঠাৎ ওই ব্যক্তি তার পূত্রবধূকে চুমু দিতে থাকেন। চীনা ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরা পুত্রবধূর সঙ্গে মাতাল অবস্থায় ওই ব্যক্তি কথা বলছিলেন। চুমু দেওয়ার পর মদ্যপ ওই বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়।


এদিকে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, ছেলে তার বাবাকে পিটাচ্ছেন। ঘটনার পর দুই পরিবারের লোকজনদের মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায় সেখানে।