পর্ন সাইট নিষিদ্ধ করা নিয়ে আদালতের দ্বারস্থ হতে দেখা গেল এক স্ত্রীকে। ২৭ বছরের ওই মহিলার দাবি তাঁর ৩৫ বছরের স্বামী ক্রমেই বিকৃতমনস্ক হয়ে যাচ্ছেন অনলাইন পর্ন দেখে।
অনলাইন পর্নের নেশায় তাঁর স্বামী সারাদিন বুঁদ হয়ে থাকেন। তাই এই সাইটগুলি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
এই ভারতীয় মহিলার দাবী, স্বামীর পর্ন আসক্তির জেরে তাঁদের বিবাহিত জীবনে সমস্যা বাড়ছে। তাঁদের দাম্পত্য জীবন বিচ্ছেদের দোরগোড়ায় এসে পড়েছে বলে দাবি মহিলার।
মহিলার আরও দাবি, ক্রমাগত পর্ন সাইট দেখতে থাকায়, তাঁর স্বামী মূল্যবোধ হারাতে বসেছেন, এছাড়াও সবমিলিয়ে সমাজে যৌনতা সংক্রান্ত অপরাধ বাড়ছে বলেও মহিলার এফিডেভিটে জানানো হয়েছে।
উল্লেখ্য, এপর্যন্ত এটি ৩ নম্বর এফিডেভিট যেখানে ভারতের কমলেশ ভাস্বানী বনাম ইউনিয়ান অফ ইন্ডিয়া ইস্যুর আওতায় পর্ন নিষিদ্ধ করার আর্জি জানানো হল। এর আগ গত বছরের ফেব্রুয়ারি মাসেও আরেকজন মহিলা একই দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।