অধিকাংশ ছেলেরা এই ৫ ধরণের মেয়েদের একেবারেই পছন্দ করেন না!

লাইফ স্টাইল February 4, 2018 2,196
অধিকাংশ ছেলেরা এই ৫ ধরণের মেয়েদের একেবারেই পছন্দ করেন না!

পুরুষ-নারী একে অপরের প্রতি আকর্ষিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু এমন কিছু নারী রয়েছে, যাঁদের কিছু স্বভাবের জন্য পুরুষেরা সেই সমস্ত নারীকে পছন্দ করেন না।


১) চিপকু ধরণের- গায়ে পড়া মেয়েদের একেবারেই পছন্দ করেন না ছেলেরা।


২) মোটর মাউথ- ছেলেরা বেশি কথা বলা মেয়েদের বা যে সমস্ত মেয়ে চিত্‌কার করে কথা বলেন, তাঁদের পছন্দ করেন না। ছেলেরা মিতভাষী মেয়েদের পছন্দ করেন।


৩) ছিঁচকাঁদুনে- যে কোনও বিষয়েই ছোটখাটো কারণে কেঁদে ফেলা অনেক মেয়েরই অভ্যাস। এই অভ্যাসটাই ছেলেদের একেবারেই না পসন্দ।


৪) খুব বেশি পজেসিভ- মেয়েরা সাধারণত তাঁদের প্রেমিককে নিয়ে খুব বেশি পজেসিভ হন। প্রেমিক কারও সঙ্গে কথা বললে বা মিশলেই তাঁদের সন্দেহ করতে শুরু করে দেন। সারাক্ষণ নিজের সঙ্গে রাখতে চান। এই স্বভাবটাই আবার ছেলেদের একেবারেই পছন্দ নয়। তাঁরা খোলা মনের মেয়েদের পছন্দ করেন।


৫) অর্থ লোভী- অনেক মেয়ে আছেন, যাঁরা টাকা পয়সার প্রতি মোহ আছে। তাঁরা মনে করেন, প্রেমিকেরা সারাক্ষণ দামী দামী উপহার কিনে দেবেন। ছেলেরা সেই সমস্ত মেয়েদের পছন্দ করেন, যাঁরা তাঁদের বুঝবেন। বেশি চাহিদা থাকবে না।