মজার যত ধাঁধা - ১১তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer February 4, 2018 3,290
মজার যত ধাঁধা - ১১তম পর্ব

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের ধাঁধা. . .


ধাঁধা : ১

ভেতরে আমার সুষম খাদ্য বাইরে আর্বজনা।

আমার নিয়ে কাড়াকাড়ি করে কত রসিকজনা।


উত্তর: নারিকেল।


ধাঁধা : ২

এক মাথা আট কান ঢলঢলে জামা গায়

ঠেলা দিলে উঠে ফুলে, তোমরা কি বলো তায়?


উত্তর: ছাতা।