![জেনে নিন কোন সময় যৌন সম্পর্কে হলে গর্ভধারণ নিশ্চিত হয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-68ce24b138b67dd2467bd3d51a3a316c.jpg&w=144&h=96)
![মোহ আর ভালোবাসার পার্থক্য বুঝবেন যেভাবে](https://bdup24.com/media/2018/01/janabd-f7ed7e82b77012e05560fccbee323ca7.jpg)
অনেকেই আছেন মোহকে ভালোবাসা ভেবে ভুল করেন। কাউকে পছন্দ হলেই মনে করেন এই বুঝি ভালোবাসা। কিন্তু তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগাটাই ভালোবাসা নয়। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা বুঝবার কয়েকটি উপায় রয়েছে।
১. তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগলে সেটা হয় মোহ। আর ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয়।
২. মোহ'র সঙ্গে শরীরের একটা আকর্ষণ থাকে। ভালোবাসার অনুভূতি হয় হৃদয়ের গভীর থেকে।
৩.মোহ'র কারণে মানুষ কারো প্রতি অযৌক্তিক কিংবা পাগলের মতো আচরন করে । ভালোবাসা মনকে শান্ত করে।
৪. মোহ তীব্র হয়।কিন্তু এর স্থায়ীত্বতা খুব কম সময় থাকে। অন্যদিকে ভালোবাসার অনুভূতি কখনও শেষ হয় না।
৫. মোহ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভালোবাসা অনেক বেশি নিয়ন্ত্রধীণ।
৬.মোহ'র সঙ্গে কোনো উদ্দেশ্য জড়িত থাকে। ভালোবাসার কোন উদ্দেশ্য থাকে না।
৭.মোহ মানষকে হিংসাপরায়ন ও আসক্ত করে তোলে। ভালোবাসা অন্যকে বুঝতে সাহায্য করে, বিশ্বাস তৈরি করে।
৮. মোহ সংকীর্ণ করে, ভালোবাসা গভীরতা বাড়ায়।
৯.মোহ স্বার্থপর বানায়, ভালোবাসা দয়ালু তৈরি করে।
১০. মোহ ছোট জিনিসকেও বড় করে তোলে। ভালোবাসা সবকিছু ছেড়ে দেয়।
১১. মোহ আধিপত্যপ্রবণ করে তোলে। ভালোবাসা মহান তৈরি করে।
১২. মোহ শত্রুতা তৈরি করে। আর ভালোবাসা ক্ষমা করে দেয়।
১৩.মোহ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। ভালোবাসার কোনো সময়সীমা নেই।
১৪.কিছু পাওয়ার আশা নিয়ে মোহ জন্মায়। বন্ধুত্বের মধ্য দিয়ে ভালোবাসা তৈরি হয়।
১৫. মোহ একজনকে ধবংস করে। আর ভালোবাসা একজনকে পরিপূর্ণ হতে সাহায্য করে।
সূত্র : হাফপোস্ট
![জেনে নিন কোন সময় যৌন সম্পর্কে হলে গর্ভধারণ নিশ্চিত হয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-68ce24b138b67dd2467bd3d51a3a316c.jpg&w=144&h=96)
![জীবনে খারাপ সময়ে ভেঙে না পড়ে এই ১০টি কথা মনে রাখুন, সফল হবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/04/janabd-dd0fc3387d279f2fc1a7a3f672ea6b0a.jpg&w=144&h=96)
![সকালে ঘুম থেকে উঠে যেসব কাজ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-1ae6d832e61922335167a47f41211a30.jpg&w=144&h=96)
![হার্ট সুস্থ রাখতে দেবী শেঠির কিছু জরুরী পরামর্শ](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-9571dad093a4d7b361148b472fce9a55.jpg&w=144&h=96)
![নারীরা যে ৫টি ছলনায় সহজেই পুরুষদের ফাঁদে ফেলতে পারে!](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-1421f658b20874eb200e6eeaca8d6d88.jpg&w=144&h=96)
![বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ১০ ভুল কখনই নয়](https://bdup24.com/thumb.php?src=media/2019/02/janabd-f461a996d343fc1e5489b80aaaff679b.jpg&w=144&h=96)
![যেসব কারনে পুরো পৃথিবীতে বাঙ্গালী মেয়েরা সবার চাইতে আলাদা !](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-742aed9fb8c83d3593cfa6cad71a1996.jpg&w=144&h=96)
![অতিরিক্ত ঘাম হতে পারে যেসব মারাত্মক রোগের লক্ষণ](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-b21ab29d136b3172a2d34952c0938caa.png&w=144&h=96)
![যে ১০ লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিস আক্রান্ত](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-0f5f11318128225f5ae305bff7d67ba0.jpg&w=144&h=96)
![হার্ট অ্যাটাকের আগেই শরীরে যেসব লক্ষণ দেখা দেয়](https://bdup24.com/thumb.php?src=media/2021/03/janabd-ec27a7368c3b476de03d37bf85db033a.jpg&w=144&h=96)