একবার ক্লাসে পরীক্ষা চলছে। যে শিক্ষক হল পরিদর্শনে আছেন, পুরো হলে চক্কর দিচ্ছেন। ছাত্ররা বিন্দুমাত্র সুযোগ পাচ্ছে না দেখাদেখি বা কথা বলার।
ঠিক এ সময় একছাত্র শিক্ষককে একটি চিরকুট ধরিয়ে দিলো। সঙ্গে সঙ্গে শিক্ষক তার চেয়ারে গিয়ে চুপচাপ বসে পড়লেন!
এই দেখে একছাত্র ওই ছাত্রকে বলল-
ছাত্র : এই কী ছিল রে চিরকুটে? স্যার যে বসে পড়লেন।
অপর ছাত্র : লেখা ছিল, ‘স্যার, আপনার প্যান্ট পেছন থেকে ফাটা।’