আমাকে কত নাম্বার দিতেন?

পাঁচমিশালী কৌতুক January 26, 2018 1,602
আমাকে কত নাম্বার দিতেন?

বল্টু পরীক্ষায় ফেল করল। একেবারে ডাবল জিরো পেল। কিন্তু বল্টু হতাশ। তার কাছে মনে হচ্ছে সবগুলো উত্তর ঠিক দিয়েছে সে। বল্টু তার রেজাল্ট নিয়ে চ্যালেঞ্জ ছুড়লো। ছেলের আত্মবিশ্বাস দেখে বল্টুর বাবা গেলেন স্কুলে।


বল্টুর বাবা: দেখি কী লিখেছে আমার ছেলে! যে কিছুই হলোনা।


শিক্ষক: এই নিন। নিজ চোখে আপনার পণ্ডিত ছেলের খাতা দেখে নিন।


# খাতায় প্রশ্ন ও বল্টুর জবাব।


১. বরকত কোন আন্দলনে শহীদ হন ?


বল্টুর উত্তর: তার জীবনের শেষ আন্দোলনে।


২. কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয় ?


বল্টুর উত্তর: কবরস্থানে।


৩. স্বাধীনতা যুদ্ধে কত জন শহীদ হন ?


বল্টুর উত্তর: পাকিস্তানি বাহিনী যত জনকে হত্যা করেছে।


৪. শহীদ মিনার কোথায় অবস্থিত ?


বল্টুর উত্তর: যেখানে নির্মান করা হয়েছে সেখান।


৫. পৃথিবীর সবচেয়ে ধনী লোক কে ?


বল্টুর উত্তর: যার কাছে সবচেয়ে বেশী সম্পত্তি আছে সে।


বল্টুর বাবা বাসায় এসে বল্টুকে কষে একখান চড় মারলো! বল্টু আবারো হতাশ। বাবাকে জিজ্ঞেস করলো: আপনি হলে আমাকে কত নাম্বার দিতেন?