দিনে ৮ গ্লাসের কম পানি পান নয়, কারণ…

সাস্থ্যকথা/হেলথ-টিপস January 25, 2018 2,025
দিনে ৮ গ্লাসের কম পানি পান নয়, কারণ…

শরীর সুস্থ রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমান পানি পান করা জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও সুস্থ থাকতে প্রত্যেকদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করা প্রয়োজন। কারণ পানি রোগ প্রতিরোধের সব চেয়ে ভালো ওষুধ। পর্যাপ্ত পরিমান পানি পানে মাথাব্যথা, অম্বল, শরীর ব্যথা ও ক্লান্তি দূর হয়। আসুন জেনে নিই পর্যাপ্ত পরিমান পানের উপকারিতা-


১. ওজন কমানোর জন্য কসরতের শেষ নেই আমাদের। কিন্তু পর্যাপ্ত পরিমান পানি পান করলে, সব থেকে বেশি সহজে ওজন কমানো সম্ভব। কারণ সঠিক পরিমান পানি পান করলে খাবার তাড়াতাড়ি হজম হয়।


২. পর্যাপ্ত পরিমান পানি পানে শরীর রোগমুক্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।


৩. পর্যাপ্ত পরিমান পানি পানের ফলে পেশি ও হাড় সুস্থ থাকে।


৪. ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চিন্তার শেষ নেই। এজন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি আমরা। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস শরীরের সবকিছু নির্ধারণ করে। পর্যাপ্ত পরিমানে পানি পান শরীর থেকে সব টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ব্রন, অ্যাকনে প্রভৃতি সমস্যা কমে গিয়ে ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে।


৫. পানি শরীরের এনার্জি বাড়ায়। সূত্র: জিনিউজ।