বল্টুর বিজ্ঞানী হওয়া

পাঁচমিশালী কৌতুক January 15, 2018 2,068
বল্টুর বিজ্ঞানী হওয়া

বল্টুর একবার বিজ্ঞানী হবার খুব শখ হলো ! সে কি নিয়ে গবেষণা করবে তা খুজেঁ বের করতে না পেরে একটা তেলাপোকা নিয়ে নিলো।


চললো নিরীহ তেলাপোকার উপর বল্টুর গবেষণা। নতুন কিছু বের করার অদম্য ইচ্ছা।


বল্টু তেলাপোকার একটা পা কাটল আর বলল ‘হাঁটো’।


তেলাপোকাটি কষ্ট করে হাঁটতে লাগলো।এরপর বল্টু আরেকটি পা কাটল এবং বলল ‘হাঁটো’! তেলাপোকাটি এবারও অনেক কষ্টে হাঁটতে লাগলো।


এভাবে বল্টু সবগুলো পা কাটল এবং আবার বলল ‘হাঁটো’।


কিন্তু তেলাপোকাটি আর হাঁটতে পারল নাহ।


গবেষণা সমাপ্তি দিয়ে বল্টু ঘোষণা দিল: সবগুলো পা কেটে ফেলার পর তেলাপোকা কানে শুনতে পায় নাহ!