মজার যত ধাঁধা - ২য় পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer January 13, 2018 2,720
মজার যত ধাঁধা - ২য় পর্ব

ধাঁধা-১ :

অন্ধ নদী পিছল পথ

হয়না দিন, সদা রাত,

নদীর জন্য সোবেশাম,

পায়ে পড়ে মাথার ঘাম।


উত্তর: পেট।


ধাঁধা-২ :

আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা,

ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা।


উত্তর: পান।