স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছেন।"

পাঁচমিশালী কৌতুক December 26, 2017 2,786
স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছেন।"

একটা প্লেন ৫ জন যাত্রী নিয়ে ক্র্যাশ করার মুহূর্তে দেখা গেল প্লেনে মাত্র ৪ টা প্যারাসুট আছে। ৫ জনের ১ জন সাকিব আল হাসান বললেন, “আমি বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার, আমাকে দেশের জন্য বাঁচতে হবে।” এরপর তিনি প্যারাসুট নিয়ে লাফ দিলেন। ২য় জন শাকিব খান বললেন, “আমি নাম্বার ওয়ান শাকিব খান, ইয়া..." এরপর তিনি প্যারাসুট নিয়ে লাফ দিলেন। ৩য় জন অনন্ত জলিল খুব তাড়াহুড়ায় বললেন, “অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ”, এই বলে প্যারাসুট নিয়ে লাফ দিলেন তিনি। বাকি রইল হিমু আর স্কুল পড়ুয়া একটি মেয়ে। হিমু বললেন, “খুকি, তুমি প্যারাসুট নিয়ে লাফ দাও। আমি তোমার জন্য আমার এ ভবঘুরে জীবন উৎসর্গ করলাম”। মেয়েটি বলল, “উৎসর্গ করতে হবে না, এখনো ২টা প্যারাসুট-ই বাকি আছে। জলিল চাচা আমার স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছেন।"