কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা

পাঁচমিশালী কৌতুক December 12, 2017 3,278
কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা

একবার এক মেয়ে আলাদিনের চেরাগ পেল। ঘঁষা দিতেই দৈত্য হাজির। তারপর মেয়েটির তিনটি ইচ্ছা. . .


১ম ইচ্ছা, আমাকে অনেক ধৈর্যশীল করে দাও।


২য় ইচ্ছা, পৃথিবীর যতো প্যাঁচ আর কুটনামি শেখার ও বোঝার ক্ষমতা দাও।


৩য় ইচ্ছা, এমন কিছু দাও- যা কোনদিন শেষ হবে না।


ইচ্ছা শুনে দৈত্যটা তাকে হিন্দি সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!