গুলশানে একটা বাড়ি

পাঁচমিশালী কৌতুক December 6, 2017 2,002
গুলশানে একটা বাড়ি

এক বেকার হঠাৎ রাস্তায় একটা বোতল পেল। বোতলের মুখ খুলতেই ধোঁয়া বের হতে লাগল। দেখতে দেখতে বোতলের ভিতর থেকে বিশাল এক দৈত্য বের হয়ে এল।


: হুকুম করুন মালিক!


: ইয়ে... মানে... ইয়ে... (নার্ভাস)


: কী চাই আপনার?


: ইয়ে... গুলশানে একটা বাড়ি।


শোনা মাত্র দৈত্য বেকারের মাথায় জোরে একটা বাড়ি দিলো, “হারামজাদা, তোকে গুলশানে বাড়ি দিতে পারলে আমি বোতলের মধ্যে থাকি!”

লেখকঃমাসুক আলী