স্যামাংয়ের দুইটি ফোনে দাম কমলো। এগুলো মিডরেঞ্জের ফোন। মডেল স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম এবং গ্যালাক্সি সে সেভেন নেক্সট। চীনের বাজারে সম্প্রতি এই ফোন দুইটির দাম কমানো হয়েছে। ফোন দুইটির দাম ৩ থেকে পাঁচ হাজার টাকা কমানো হয়েছে।
গ্যালাক্সি সে সেভেন প্রাইম ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির সুপার অ্যামোলিড এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল।
ফোনটি ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এতে অক্টাকোর এক্সিনোস প্রসেসর ব্যবহার করা হয়েছে।
২ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে।
(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড