চুমু দিলে মারবে

পাঁচমিশালী কৌতুক November 30, 2017 2,863
চুমু দিলে মারবে

খালা তার পিচ্চি ভাগ্নেকে বলল-


খালা : এসো খোকন চুমু দিয়ে যাও।


ভাগ্নে : না চুমু দিলে তুমি আমায় মারবে।


খালা : চুমু দিলে তোমায় মারব কে বলল?


ভাগ্নে : কেন, একটু আগে দরজার ফাঁক দিয়ে দেখলাম তুমি আব্বুকে চড় মারলে।