স্বামী এসে বয়ফ্রেন্ডকে মারছে

পাঁচমিশালী কৌতুক November 30, 2017 3,755
স্বামী এসে বয়ফ্রেন্ডকে মারছে

এক মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে। এমন সময় তার স্বামী এসে বয়ফ্রেন্ডকে মারতে লাগল। তা দেখে মেয়েটি স্বামীকে বলল-


মেয়ে : মার শালাকে, নিজের বউকে নিয়ে না ঘুরে আরেকজনের বউয়ের সাথে ঘুরতে বের হয়েছে।


মেয়ের মুখে এ কথা শুনে বয়ফ্রেন্ড প্রচণ্ড রেগে গিয়ে মেয়েটির স্বামীকে এবার মারতে লাগল। এটা দেখে মেয়েটি বয়ফ্রেন্ডকে বলল-


মেয়ে : মার শালাকে, নিজেতো ঘুরতে নিয়ে আসেই না, আরেকজনের সাথেও আসতে দেয় না।