পানিতে চুবাচ্ছো কেন

পাঁচমিশালী কৌতুক November 27, 2017 1,475
পানিতে চুবাচ্ছো কেন

কাবলু নতুন টেলিভিশন কিনেছে। বাড়ি ফিরেই সে টেলিভিশনটা একড্রাম পানির ভেতর চুবিয়ে দিলো। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।


প্রতিবেশী : আরে, করছো কী, করছো কী?


কাবলু : হে হে, আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি!


প্রতিবেশী : সে তো বুঝলাম। কিন্তু পানিতে চুবাচ্ছো কেন?


কাবলু : ভাবলাম, ব্যাটা ঠকিয়ে দিলো কিনা, তাই পানিতে চুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কিনা!