অজুহাত কাম্য নয়

ইসলামিক গল্প April 20, 2016 3,374
অজুহাত কাম্য নয়

এক মাদরাসার ছাত্র একবার মিরাঠ গিয়েছিল। সেখানে তখন মেলা চলছিল। তা শুনে সে মেলা দেখতে গেলো । বিষয়টি তার এক মুরব্বী লক্ষ্য করলেন। মেলা থেকে ফিরে আসার পর সেই মুরব্বী তাকে জিজ্ঞেস করলেন,


মৌলভী সাহেব! এ ধরনের মেলায় যাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন?


ছাত্রটি বলল, তা জায়িয নয় । মুরব্বী বললেন, আপনি যে গেলেন? ছাত্রটি জবাব দিল, আমি আসলে সেখানে কী হয় জানার জন্য গিয়েছিলাম যেন মানুষকে এর অপকারিতা সম্পর্কে সাবধান করতে পারি।


মুরব্বী বললেন, কিন্তু লোকজন তো আপনার সেখানে যাওয়ার দ্বারা-ই এর জায়িযের পক্ষে দলীল পেশ করবে, আপনি কী জন্য গিয়েছেন তা তো তারা দেখবে না।


এ কথা শুনে ছাত্রটির বোধোদয় হলো এবং নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো।


উপদেশ : তোহমতের স্থান থেকে দূরে থাকা কর্তব্য। নাজায়িয স্থানে যেমন যাওয়া নিষেধ, তার আশপাশে ঘুরাফেরা করাও নিষেধ। আবার অনেকে জানার নাম করে বিধর্মীদের বই- পস্তক পড়ে। তা জায়িয নয়। অন্য ধর্মের গ্রন্থে কী আছে তা আমাদেরকে জানতে

বলা হয়নি। বরং শুধু আমাদের নিজ ধর্মগ্রন্থের জ্ঞানই অর্জন করে আমল করতে বলা হয়েছে।


সুতরাং সেই চটকদার ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে।

[সূত্র : হুকুক ও ফারায়িজ, পৃষ্ঠা :৭৭২]