

ফেসবুকে এক মেয়েকে দেখে পল্টুর পছন্দ হলো। তাই তাকে নক করলো-
পল্টু : আপনার কি বয়ফ্রেন্ড আছে?
মেয়ে : কেন, না থাকলে খুঁজে দেবেন নাকি?
পল্টু : চেষ্টা করবো। বলুন, কোন প্রফেশনের ছেলে আপনার পছন্দ?
মেয়ে : আমি চাই আমার বয়ফ্রেন্ড ফুচকাওয়ালা হবে। আমি সারাদিন ওর দোকানে বসে ফুচকা খাবো।
পল্টু : ফুচকাওয়ালা কোনো ছেলের সঙ্গে আমার পরিচয় নেই। অন্য কোনো পছন্দ?
মেয়ে : ফুচকাওয়ালা না হয়ে আইসক্রিমওয়ালা হলেও চলবে। এই গরমে আইসক্রিম যা লাগে না!
পল্টু : হুম! আচ্ছা বলুন তো, বিবিএ করা ছেলে আপনার কেমন লাগে?
মেয়ে : একদম আলুর মতো। আলু যেমন কমন ভেজিটেবল, বিবিএ করা ছেলেও তেমন। কোনো মার্কেট ভ্যালু নাই।
পল্টু : ও, আচ্ছা।
মেয়ে : তা ভাইয়া, আপনি কী করেন?
পল্টু : আজ পর্যন্ত লেখাপড়া করতাম বিবিএতে। তবে আজকের পর ব্যবসা করবো। সকাল থেকে বিকেল পর্যন্ত আইসক্রিম বেচবো, বিকেল থেকে রাত পর্যন্ত ফুচকা।
মেয়ে : ওয়াও! হাউ সুইট। আপনার ফোন নম্বরটা দিন তো।









