ইসলামের ছায়াতলে মালয়েশিয়ার পপ তারকা!

ইসলামিক সংবাদ April 20, 2016 2,311
ইসলামের ছায়াতলে মালয়েশিয়ার পপ তারকা!

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মালয়েশিয়ার বিখ্যাত পপ তারকা স্টেসি আনাম। বাকিটা জীবন তিনি ইসলামী জীবন ধারায় কাটানোরও ঘোষণা দেন। চুপিসারে নয়, সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টি জানিয়ে দিয়েছেন।


ছেলেবন্ধু কারণে তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন কোনো বিষয় নয়। তার প্রেম এখন ইসলামের সঙ্গেই হয়ে গেছে। তিনি অনেক চিন্তা ভাবনা করেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।


উল্লেখ্য, গত কয়েক বছর যাবত তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সম্প্রতি সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হয়।


সূত্র: এক্সপ্রেস নিউজ