বাঘ এসেছিল সর্দির ওষুধ কিনতে

পাঁচমিশালী কৌতুক November 7, 2017 1,422
বাঘ এসেছিল সর্দির ওষুধ কিনতে

এক চিকিৎসক তার এক ফরেস্টার বন্ধুর জঙ্গলের বাংলোয় বেড়াতে এসেছেন। সন্ধ্যায় দু’জনেই মদে চুর হয়ে গুলতানি করছেন। কথাচ্ছলে জঙ্গল অফিসার বললেন-


অফিসার : ভাই, আমি জঙ্গলের কোনো জানোয়ারকেই ভয় পাই না। গত মাসে একটা বাঘ এলো রাত্রে। আমার মশারির ওপাশে বাঘটাকে দেখতে পেয়ে আমি আমার মাথার পাশে টেবিলের ওপর রাখা এক মগ পানি তার গায়ে ছুঁড়ে দিলাম। তাতেই সে ভয় পেয়ে পালালো।


চিকিৎসক : এবার পেলাম একটা রহস্যের সমাধান। আরে হয়েছিল কী, গত মাসেই আমার মতিঝিলের চেম্বারে ভোরবেলা একটা বাঘ এসেছিল সর্দির ওষুধ কিনতে। তার গায়ে স্টেথোসকোপ লাগাবার সময় দেখেছিলাম লোমগুলো পানিতে ভর্তি।