শিকারি পায়ে গুলি করেছে

পাঁচমিশালী কৌতুক November 7, 2017 1,035
শিকারি পায়ে গুলি করেছে

শেয়াল যাচ্ছিলো বনের রাস্তা দিয়ে। হঠাৎ দেখলো রাস্তার মাঝখানে একটি বাঘ বসে আছে।


শেয়াল : হুজুর, রাস্তার ওপর বসে আছেন যে? কোনো তকলিফ? থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির।


বাঘ : আর বলো না শেয়াল! এক শিকারি পায়ে গুলি করেছে। হাঁটতেই পারছি না।


শিয়াল : তো ব্যাটা, নবাবের মতো রাস্তার মাঝখানে বইসা আছিস ক্যান? রাস্তা ছাড়!