ধর্ষণের হাত থেকে নারীকে রক্ষা করল কুকুর

সাধারন অন্যরকম খবর November 6, 2017 2,347
ধর্ষণের হাত থেকে নারীকে রক্ষা করল কুকুর

ধর্ষণের হাত থেকে এক নারীকে রক্ষা করেছে তার পোষা কুকুর। এর মাধ্যমে ফের প্রভুভক্তির নজির পেশ করল এই পোষা প্রাণী। সে তার মালকিনকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়েছে। কুকুরটির জন্যই ওই মহিলাকে ধর্ষণ করতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয় ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বের্কশায়ারে।


ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বের্কশায়ারের উইনের্শ অঞ্চলের একটি পার্কে পোষা কুকুরকে নিয়ে হাঁটছিলেন ৩৬ বছর বয়সী ওই মহিলা। সেই সময় হঠাৎ এক ব্যক্তি তাঁকে পিছন থেকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এরপর সে ওই মহিলার পোশাক খোলার চেষ্টা শুরু করে। মালকিনকে আক্রান্ত হতে দেখে পোষা কুকুরটি আক্রমণাত্মক হয়ে ওঠে।


সে আক্রমণকারীকে আঁচড় ও কামড় দেয়। ফলে পালিয়ে যেতে বাধ্য হয় ওই ব্যক্তি।


পোষা কুকুরের জন্য ধর্ষণের হাত থেকে বাঁচলেও, এই ঘটনার জেরে ওই মহিলা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। আক্রমণকারীর ছবি প্রকাশ করেছে পুলিশ। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানা গেছে।