ফ্লাইওভার দেখছি না তো

পাঁচমিশালী কৌতুক November 6, 2017 969
ফ্লাইওভার দেখছি না তো

লালু আমেরিকা সফরে গেল। সেখানে এক কন্ট্রাক্টর মি. হ্যারি হোটেলে পার্টির ব্যবস্থা করলো। পার্টিতে হ্যারি বলল. . .


হ্যারি : ওই যে সামনে বড় ফ্লাইওভারটা দেখছেন, সেটা আমি করেছি। আর তার ১০% মার্জিন দিয়ে এই হোটেল নিয়েছি।


লালুর আমন্ত্রণে কয়েকমাস পর হ্যারি বাংলাদেশে এলে লালুও এক পার্টির ব্যবস্থা করলো. . .


লালু : মি. হ্যারি, ওই যে ফ্লাইওভারটা দেখছেন, ওটা আমি স্যাংশন করেছি।


হ্যারি : কিন্তু কোনও ফ্লাইওভার দেখছি না তো?


লালু : আরে এর ১০০% আমার পকেটে।