নামের সংক্ষিপ্ত রূপ

পাঁচমিশালী কৌতুক November 4, 2017 2,077
নামের সংক্ষিপ্ত রূপ

পথে সমবয়সী দুই বন্ধুর দেখা। একবন্ধু আরেক বন্ধুকে ‘কাকা’ করে ডাকছে। একথা শুনে এক পথচারী থমকে দাঁড়ালেন।


পথচারী : এই ছেলে, ওই ছেলে কি সত্যিই তোমার কাকা?


১ম বন্ধু : না, আসলে ওর নাম কামরুজ্জামান কাদির, সংক্ষেপে কাকা ডাকি।


পথচারী : যাক বেঁচে গেলাম; আমি তোমাদের বন্ধু নই।


২য় বন্ধু : কেন?


পথচারী : কারণ আমার নাম জুলকার তানিম, তাহলে তোমরা আমাকে সংক্ষেপে ‘জুতা’ বলেই ডাকতে।