দুই অলস বরই গাছের নিচে শুয়ে ছিল। হঠাৎ একটি পাঁকা বরই এসে এক অলসের মাথার কাছে পড়লো। প্রথম অলস দ্বিতীয় অলসকে বলল-
প্রথম : বরইটা আমার গালের মধ্যে ডুকিয়ে দে তো।
দ্বিতীয় : ইস, আমার বয়েই গেছে তোর গালের মধ্যে বরই দিতে। কালকে যে আমার গালের উপর একটা কুকুর হিসু করে দিলো। তোরে এত করে কইছিলাম কুকুরটা তাড়া, তুই তাড়াইছিলি?