এক চাইনিজ ভদ্রলোক এক বারে গেলেন। গিয়ে দেখলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ বসে আছেন। তিনি আনন্দে উদ্বেলিত হয়ে তার সাথে কথা বলতে গেলেন-
চাইনিজ : আমি আপনার একজন ভক্ত। আমি কি আপনার একটি অটোগ্রাফ পেতে পারি?
চাইনিজকে চমকে দিয়ে স্পিলবার্গ তার গালে একটি চড় বসিয়ে দিয়ে বললেন-
স্পিলবার্গ : আমি তোমাদের ঘৃণা করি। তোমরাই আমাদের ‘পার্ল হারবারে’ বোমা ফাটিয়েছিলে।
চাইনিজ : সেটা তো চীন নয়, বোমা ফাটিয়েছিল জাপান!
স্পিলবার্গ : আমার কাছে চাইনিজ, জাপানি, তাইওয়ানি সব এক।
সাথে সাথে চাইনিজের এক চড়ে স্পিলবার্গের গোটা শরীর নড়ে উঠলো। বিস্মিত স্পিলবার্গকে চাইনিজ বললেন-
চাইনিজ : ব্যাটা, তুই টাইটানিক জাহাজকে ডুবিয়েছিলি আর তাতে প্রচুর লোকের প্রাণহানি ঘটেছিল।
স্পিলবার্গ : ওটা তো আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবেছিল!
চাইনিজ : ওই একই কথা। আইসবার্গ, জোহানেসবার্গ, স্পিলবার্গ- সব একই কথা!