গলায় দুধ আটকে তিন বছরের শিশুর মৃত্যু

সাধারন অন্যরকম খবর October 26, 2017 2,662
গলায় দুধ আটকে তিন বছরের শিশুর মৃত্যু

দুধ খেতে গিয়ে বিষম লেগেই মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভুত ছোট্ট শেরিনের। যদিও সব দেখেশুনেও নির্বিকার ছিল তার পালক বাবা।


শিরিনের দেহ তিনিই বাড়ির বাইরে ফেলে দিয়ে এসেছিলেন। অবশেষে পুলিশের সামনে সত্যিটা স্বীকার করে নিলেন ওয়েসলি ম্যাথিউস।


গত ১৭ দিন ধরে নিখোঁজ ছিল শেরিন। উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের খোদ পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।


কালঘাম ছুটেছিল টেক্সাস পুলিশের। কিন্তু কিছুতেই হিসেব মেলানো যাচ্ছিল না।


ওয়েসলি জানিয়েছিলেন, গত ৭ অক্টোবর মেয়েকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন তিনি। কিছুতেই সে তা খেতে চাইছিল না। তখন তাকে শেখাতেই বাড়ির বাইরে রেখে দিয়ে এসেছিলেন।


মিনিট পনেরো পরে গিয়ে দেখেন মেয়ে আর নেই। তারও বহুক্ষণ পরে পুলিশের কাছে জানানো হয়। উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু কিছুতেই মেয়েটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।


এদিকে মেয়ের মা জানিয়েছিলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কেননা সে সময় তিনি ঘুমোচ্ছিলেন। তাতেই খটকা লেগেছিল পুলিশের। অবশেষে ওয়েসলির বয়ানে ধোঁয়াশা কাটল।