হবু জীবনসঙ্গীর চরিত্র জানুন তাঁর ঠোঁট দেখে!

লাইফ স্টাইল October 24, 2017 1,082
হবু জীবনসঙ্গীর চরিত্র জানুন তাঁর ঠোঁট দেখে!

এখনো জানেন না কেমন হতে পারে সেই ব্যক্তি? শুধু তাঁকে দেখেছেন মাত্র! আর প্রেমে পড়েছেন! কিন্তু জীবনসঙ্গী সম্পর্কে মনে প্রশ্ন অনেক, সঙ্গে নানা কৌতূহল! এ রকম অবস্থায়, হবু জীবনসঙ্গী সম্পর্কে জানতে হলে কার্যকর করে দেখুন এই পন্থা।


মোটা ঠোঁট

আপনার পছন্দের মানুষটির ঠোঁট যদি মোটা হয়, জানবেন তিনি চট করে রেগে যেতে পারেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেই রাগ আবার ঠাণ্ডা হয়ে যায়। যাঁদের এঁরা ভালোবাসেন তাঁদের জন্য অনেক কিছু করতে পারেন এই ধরনের ব্যক্তিরা।


পাতলা ঠোঁট

যাঁদের ঠোঁট পাতলা গোছের, তাঁরা একটু চুপচাপ, শান্ত স্বভাবের। নিজের মনের কথা এঁরা বেশি কারোর সঙ্গে ভাগ করে নেন না। শো অফ এঁদের একদম পছন্দ নয়।


গোলাপী ঠোঁট

বেশ কিছু মানুষের ঠোঁটের রঙ আগাগোড়াই গোলাপী ধরনের হয়। এই ধরনের মানুষরা খুবই মিশুক স্বভাবের হন। খুব সহজেই সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারেন এঁরা।


লাল ঠোঁট

জন্ম থেকেই অনেকেরই ঠোঁটের রঙ গাঢ় প্রকৃতির হয়। এঁরা একটু রাগী প্রকৃতির মানুষ হন। কাজের জায়গায় এঁরা কর্মযোগী হিসাবে প্রসিদ্ধ হন।


সূত্র: বোল্ডস্কাই