ক্ষমা চাওয়ার পরেও মারলেন

পাঁচমিশালী কৌতুক October 22, 2017 1,365
ক্ষমা চাওয়ার পরেও মারলেন

বাবা : কিরে কাঁদছিস কেন?


ছেলে : ওই বুড়ো লোকটার পায়ে পাড়া মেরেছিলাম।


বাবা : সে কি! ওনার কাছে ক্ষমা চাসনি?


ছেলে : হ্যাঁ, চেয়েছি।


বাবা : তবু মারলো? চল তো গিয়ে দেখি।


বাবা ছেলেকে নিয়ে বুড়োর কাছে গিয়ে বললেন-


বাবা : কী ব্যাপার চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তা-ও ওকে এভাবে মারলেন?


বুড়ো : সাধে কি আর মারছি? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া ‘সরি’ কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০ টাকা দিলাম। সে টাকার লোভে আবার আমার পায়ে পাড়া মারলো!