আনন্দ করার সুযোগ দাও

পাঁচমিশালী কৌতুক October 21, 2017 1,257
আনন্দ করার সুযোগ দাও

পল্টু একটি বারে গিয়ে বার ম্যানকে বলল-


পল্টু : আমাকে এক বোতল বিয়ার দাও আর বাকি যারা বসে আছেন, তাদের প্রত্যেককে ২ বোতল করে বিয়ার দাও। আমিও যেমন পান করছি, তাদেরকেও একইভাবে আনন্দ করতে দাও।


বার ম্যান তার আদেশ পালন করল। সবাই পল্টুর খুব প্রশংসা করল। যখন সবাই পানের ঝোঁকে মত্ত হয়ে উঠল, তখন পল্টু আবার বার ম্যানকে ডেকে বলল-


পল্টু : ভাই, আমাকে এক বাটি চিকেন স্যুপ দাও আর অন্য সবাইকে ২ বাটি করে চিকেন স্যুপ দাও। আমিও যেমন খাচ্ছি, সবাই তেমন খাক, আনন্দ করুক।


বার ম্যান যথারীতি তার আদেশ পালন করল আর সবাই একসুরে পল্টুর তারিফ করতে লাগল। কিছুক্ষণ পর পল্টু আবার বার ম্যানকে ডাকল আর বলল-


পল্টু : শোন ভাই, এবার আমাকে আমার বিলটা দাও, আর অন্য সবার বিলটা তাদের হাতে ধরিয়ে দাও। আমি যেমন বিলটা পেমেন্ট করছি, অন্য সবাইকেও আনন্দ-সহকারে বিলটা পেমেন্ট করার সুযোগ দাও।