কিডন্যাপ করেছি

পাঁচমিশালী কৌতুক October 19, 2017 1,379
কিডন্যাপ করেছি

অজ্ঞাত ফোন কল : এটা কি জামাল সাহেবের নম্বর?


জামাল : হ্যাঁ, জামাল হোসেন বলছি! আপনি কে বলছেন?


অজ্ঞাত ব্যক্তি : আপনার জন্য একটা দুঃসংবাদ আছে, স্যার...


জামাল : হায় হায়! কী দুঃসংবাদ! তাড়াতাড়ি বলেন...হায় খোদা!


অজ্ঞাত ব্যক্তি : আপনার স্ত্রীকে কিডন্যাপ করেছি আমরা। জ্যান্ত ফেরত পেতে চাইলে ৫০ লাখ...


জামাল : বিশ্বাস করি না।


তাকে কেউ কিডন্যাপ করতে পারে না! তার মতো একটা বাঘিনীকে...


অজ্ঞাত ব্যক্তি : সম্মান কইরা কথা কইছি বইলা বেশি ফাল পাড়বার লাগছোস! তোর বউয়ের আঙুল কাইট্টা পাঠামু! তারপর বিশ্বাস করবি?


জামাল : সাহস থাকে তো ওর মুণ্ডুটা কেটে পাঠা... দেখব নে তুই কত বড় টেরর...


জামালের এই জবাবে কিডন্যাপার দলের বসের হাত থেকে ফোন পড়ে গেল। সে জ্ঞান হারাল।