বসের সঙ্গে কেরানির বউ

পাঁচমিশালী কৌতুক October 18, 2017 1,368
বসের সঙ্গে কেরানির বউ

বসের ভয়ে সর্বদাই তটস্থ থাকে সেই অফিসের এক কেরানি। একদিন সে তার সহকর্মীকে বলল-


কেরানি : ভাই, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। কী করি বলো তো?


সহকর্মী : স্যার তো এখন অফিসে নাই, তুমি বরং বাড়ি চলে যাও।


সহকর্মীর কথায় সাহস করে সে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখে বস তার স্ত্রীর সঙ্গে হাসাহাসি করছে। ভয়ে সে তখনই অফিসে ফিরে গেল। একটু দম নিয়ে সহকর্মীকে বলল-


কেরানি : তোমার কথামতো বাড়ি গিয়ে প্রায় ধরা পড়ে গিয়েছিলাম!