সাবধান! এই বিষয়গুলো কারও সঙ্গে শেয়ার করবেন না

লাইফ স্টাইল October 15, 2017 1,493
সাবধান! এই বিষয়গুলো কারও সঙ্গে শেয়ার করবেন না

১. নিজের ভবিষ্যতের জন্য ঠিক কী কী পরিকল্পনা করেছেন আপনি? ভুলেও কাউকে বলবেন না।


২. ব্যক্তিগত জীবন নিয়েও কারও সঙ্গে বেশি আলোচনা করা উচিত নয়।


৩. আপনি অন্যের উপকার করতে পছন্দ করেন এবং বিপদে থাকা যে কোনও মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা কাউকে আগ বাড়িয়ে বলার প্রয়োজন নেই। সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।


৪. প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা কখনও অন্যের সামনে তুলে ধরবেন না


৫. নিজের দাম্পত্য জীবনের প্রতিদিনকার ছোটখাটো ঝামেলাগুলো নিয়ে অন্যের সঙ্গে কাটাছেঁড়া না করাই ভাল। এতে হিতে-বিপরীত হতে পারে।


৬. ধরুন আপনার জীবনযাত্রায় কোনও পরিবর্তন হয়েছে বা আপনার বেতন বেড়েছে, পরিবারের লোক ছাড়া তা কাউকেই বলবেন না।