ছেলের জন্য অনলাইনে অর্ডার করলেন খেলনা, মিলল সাপ

সাধারন অন্যরকম খবর October 13, 2017 1,529
ছেলের জন্য অনলাইনে অর্ডার করলেন খেলনা, মিলল সাপ

অনলাইনে নিজের ছয় বছর বয়সী ছেলের জন্য খেলনা অর্ডার দিয়েছিলেন এক নারী। নির্ধারিত সময়ে অর্ডার পৌঁছেও যায় বাড়িতে। কিন্তু খেলনা হাতে পাওয়ার পর ছেলেকে সঙ্গে নিয়ে প্যাকেট খুলেই আঁতকে উঠেন ওই নারী।


মা ছেলে দু'জনই ছিটকে সরে আসেন ক্যুরিয়ারে আসা প্যাকেটের কাছ থেকে। কারণ, ওই প্যাকেটের মধ্য থেকে তখন আস্তে আস্তে বেরিয়ে আসছে সাপ!


আতঙ্কিত হয়ে চিত্কার শুরু করে দেন ওই নারী। চিত্কার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। বড়সড় সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বনবিভাগের কর্মীরা। কিন্তু ততক্ষণে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন প্রতিবেশীরা।


বিচিত্র এই ঘটনা ঘটেছে চিনের ঝেজিয়াং-এ। পুরো বিষয় জানিয়ে অনলাইন বিপণন সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ জানান ওই নারী। অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ওই নারীকে তার অর্ডারের টাকাও ফিরিয়ে দেয়া হয়েছে।