শাশুড়ির মতো দেখতে

পাঁচমিশালী কৌতুক October 5, 2017 1,483
শাশুড়ির মতো দেখতে

শাশুড়ি : বউমা, তুমি কাঁদছো কেন?


বউ : মা, আমি কি পেত্নীর মতো দেখতে?


শাশুড়ি : না, একেবারেই না।


বউ : আমার চোখ দু’টি কি আমড়ার মতো?


শাশুড়ি : না তো।


বউ : আমার নাকটা কি পাকোড়ার মতো?


শাশুড়ি : না না।


বউ : আমি কি মোষের মতো মোটা আর কালো?


শাশুড়ি : না বউমা, এসব তোমাকে কে বলেছে?


বউ : তাহলে পাড়ার সবাই আমাকে কেন বলে, তুমি তোমার শাশুড়ির মতো দেখতে।