পল্টুকে রাস্তায় দেখে এক লোক বলল-
লোক : পল্টু, তুই এখানে ঘুরে বেড়াচ্ছিস।
পল্টু : হ্যাঁ, তাতে সমস্যা কী?
লোক : ঘরে তোর বউকে তোর বন্ধু চুমু খাচ্ছে।
শুনে পল্টু হন্তদন্ত হয়ে বাড়ির দিকে রওনা দিলো। কিছুক্ষণ পর ফিরে এসে লোকটাকে কষিয়ে এক থাপ্পড় মেরে বলল-
পল্টু : কী যা-তা বলিস, ওই লোকটা আমার বন্ধুই না।