১ম বর্ষ অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি

পড়াশোনা নিউজ September 27, 2017 1,755
১ম বর্ষ অনার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৫-১৬, ২০১৪-১৫ এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।


বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।


এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। ইতোপূর্বে ২৭ আগস্ট প্রকাশিত অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি বাতিল করা হয়েছে।