বয়স কমে যাবে

পাঁচমিশালী কৌতুক September 25, 2017 1,404
বয়স কমে যাবে

এক বয়স্ক স্বামী-স্ত্রীর মেয়ে বিজ্ঞানী। তাদের মেয়ে দেশের বাইরে কাজ করে। একসময় মেয়ের কাছ থেকে তারা একটি চিঠি পেলেন-


‘প্রিয় বাবা-মা, আমি তোমাদের অনেক মিস করছি। আমি একটা প্রজেক্টে কাজ করছি। সেটার কাজ শেষ করতে অনেক দিন লাগবে। কিন্তু আমি তোমাদের বয়স্ক দেখতে চাই না। আমি তোমাদের ওরকমই দেখতে চাই, যেমনটি আমি দেখে এসেছি।


আমি তোমাদের একটা ওষুধ পাঠালাম, যেটা আমি বানিয়েছি। এটা খেলে তোমাদের বয়স কমে যাবে। তোমরা দু’জনে এক ফোটা করে খেও, যাতে বয়স কমে যায়। তোমাদের অনেক ভালোবাসি।

ইতি তোমাদের মেয়ে।’


একবছর পর মেয়ে ফিরে এলো। সে দেখল তার বাবা যুবক আর হ্যান্ডসাম হয়ে গেছে। তার কোলে একটি বাচ্চা। মেয়ে তো মহাখুশি। সে ভাবলো, তার বাবা-মায়ের বয়স কমে আরেকটা বাচ্চা নিয়েছে। মেয়ে তার মায়ের কথা জিজ্ঞেস করল। তার বাবা বলল-


বাবা : তোমার মা আমাকে কম বয়স্ক দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে চাইতো তার বয়স আরো কমে যাক। তাই সে পুরো বোতল ওষুধ খেয়ে ফেলে, যাতে আমি আর খেতে না পারি। তাই তার বয়স আরো কমে যায়। এখন সে আমার কোলে।