ইট ইজ এ বেড়া

পাঁচমিশালী কৌতুক September 24, 2017 1,630
ইট ইজ এ বেড়া

ইংরেজ আমলে এক রাতে এক বাঙালির ঘরের ‘বেড়া’ চুরি হয়েছে। সে ইংরেজদের থানায় অভিযোগ করতে গিয়ে বড় সাহেবকে বলল-


বাঙালি : হুজুর, কাল রাতে আমার বেড়া চুরি হয়েছে।


সাহেব : হোয়াট ইজ বেড়া?


বাঙালি : বেড়া হুজুর।


সাহেব : হোয়াট?


লোকটি ভাবলো- একে কী করে বোঝাই। অনেক ভেবে তিনি ইংরেজিতে বললেন-


বাঙালি : বাম্বু ইজ দা ফাড়া ফাড়া, তারপর ইট ইজ খাড়া খাড়া, ফাইভ ইঞ্চি ছাড়া ছাড়া, তার উপর পেরেক মারা। ইট ইজ এ বেড়া হুজুর, ইট ইজ এ বেড়া।