৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা, অতঃপর...!

সাধারন অন্যরকম খবর September 22, 2017 3,962
৫ নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে শিক্ষিকা, অতঃপর...!

ক্লাস ফাঁকি দিয়ে নাবালক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক তৈরির অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ৷ তবে ওই শিক্ষিকার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রথম নয়৷ ২০১২ সালেও পাঁচ নাবালক ছাত্রের সঙ্গে একই কাজ করার অভিযোগে জেল খেটেছিলেন তিনি৷


চুয়াল্লিশ বছরের এমা ওয়েব স্বামী বাড়িতে না থাকলে নাবালক ছাত্রদের সঙ্গে সহবাস করতেন৷ সংবাদ সংস্থা ডেইলি মেলের খবর অনুযায়ী, এক ১৬ বছরের কিশোরকে সাহায্য করার জন্যে নিযুক্ত করা হয়েছিল তাকে৷ এই সুযোগেই এমা ওই নাবালকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান৷


তাকে মাঝেমধ্যে বিভিন্ন উপহারও দিতেন এমা৷ এরপরেই একদিন ওই ছাত্রকে বাড়ি পৌঁছে দেোয়ার কথা বলে নিজের গাড়িতে তুলে নেন এমা৷ রাস্তার জ্যামে গাড়ি আটকে থাকায় গাড়িতেই তাকে জড়িয়ে ধরেন এমা৷ এমনকি তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে যৌনতা স্থাপণ করেন৷


এরপরে ক্লাস ফাঁকি দিয়ে নির্জন জঙ্গলে সেই নাবলককে নিয়ে গিয়ে ফের একই কাজ করেন এমা৷ এমা নিজে দুই সন্তানের জননী৷ ২০১২ সালেও পাঁচ নাবালকের সঙ্গে একই কাজ করায় ৩২ মাস জেলে ছিলেন এমা৷ তবে এটি এমার একপ্রকার রোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই কারণেই তাকে এবারের রেহাই দিয়েছে আদালত৷