চোর ভেবে তীর ছুড়লো

পাঁচমিশালী কৌতুক September 20, 2017 1,447
চোর ভেবে তীর ছুড়লো

কোন এক সন্ধ্যায় বিল্টু দেখে যে, তার বাগানে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই চোর ভেবে বিল্টু ধনুক বের করে তাকে লক্ষ্য করে তীর ছুড়ল।


পরদিন সকালে গিয়ে দেখে যে, বিকেলে গোসল শেষে বিল্টু নিজের পাঞ্জাবি মেলে দিয়েছিল। সেটাই ঝুলছে; যেটাকে বিল্টু চোর মনে করে তীর ছুড়েছিল। তীরবিদ্ধ হয়ে বিল্টুর পাঞ্জাবি ছিদ্র হয়ে গেছে। এটা দেখে বিল্টু আনমনা হয়ে শুকরিয়া আদায় করল-


বিল্টু : আমার চৌদ্দগোষ্ঠীর ভাগ্য ভালো যে, পাঞ্জাবির ভেতরে আমি ছিলাম না।