মেকআপ বক্স দিয়ে কী হবে

পাঁচমিশালী কৌতুক September 20, 2017 2,600
মেকআপ বক্স দিয়ে কী হবে

মেয়ে : বাবা, আমার একটা ল্যাপটপ চাই।


বাবা : ল্যাপটপ দিয়ে কী হবে? তোর তো একটি কম্পিউটার আছে।


মেয়ে : বাবা, তাহলে আমাকে একটা ভালো মেকআপ বক্স কিনে দাও।


বাবা : মেকআপ বক্স দিয়ে কী হবে?


মেয়ে : কেন মেকআপ করবো।


বাবা : তোর কম্পিউটারে তো ফটোশপ লাগানো আছে!