মন্টু আর পিন্টু খুব চাপাবাজ। একদিন তারা ট্রেনে উঠলো, কিন্তু টিকিট কাটলো না। কন্ডাক্টর মন্টুর কাছে এলো-
কন্ডাক্টর : আপনার টিকিট কই?
মন্টু : ভাই টিকিট কিনছিলাম। হারাইয়া গেছে।
এ কথা শুনে কন্ডাক্টর মন্টুকে ঠাস করে দু’টি চড় মেরে পিন্টুর কাছে এলো-
কন্ডাক্টর : আপনার টিকিট দেখান।
পিন্টু : উফ্ফ! ভাই, ওই শালাকে আরো দুইটা থাপ্পর মারেন।
কন্ডাক্টর : কেন?
পিন্টু : আমার টিকিটটাও ওর কাছেই ছিল।