বিরল প্রজাতির দু'মুখো সাপ!

সাধারন অন্যরকম খবর September 12, 2017 1,868
বিরল প্রজাতির দু'মুখো সাপ!

আমেরিকার আরকানসাসের ফরেস্ট সিটিতে সম্প্রতি সন্ধান পাওয়া গেল বিষাক্ত হিসাবে দারুণ পরিচিত একটি দু'মুখো র‍্যাটলস্নেক'র। যদিও সাপ প্রজাতির মধ্যে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এটি।


তার ওপর দু'মুখো র‍্যটলস্নেকের সন্ধান সত্যিই এক বিরল ঘটনা। তবে বেশির ভাগ মানুষই সাপটিকে বিগঘুটে ও ভয়ংকর বলে অভিহিত করেছেন। খুব কম মানুষই এটাকে সুন্দর বলে মত দিয়েছেন।


এমন বিরল ঘটনা সহজে ঘটে না। কাজেই এর ছবি প্রকাশ পাওয়ামাত্র অনলাইনে ভাইরাল হয়ে গেছে। ফেসবুকসহ অন্যান্য সোশাল মিডিয়ায় সাপটির ছবি সত্যিকার অর্থেই সবার মাঝে ভীতি ছড়িয়ে দিচ্ছে। মার্ক ইয়ং নামের একজন সাপটির ছবি প্রকাশ করে জানিয়েছেন, সাপটি ধরেছেন কুয়েন্টিন ব্রাউন আর রডনি কেলসো। বিরল প্রাণীটির নাম রাখা হয়েছে ডিউস। এক বিবৃতিতে ইয়ং জানান, ধরার পর ডিউসকে জোনেসবোরোর আরকানসাস গেম অ্যান্ড ফিশ ক্রোলিস রিজ ন্যাচার সেন্টারে দিয়ে দেওয়া হয়েছে।


ফরেস্ট এল উড ক্রোলিস রিজ ন্যাচার সেন্টারের এডুকেশন প্রগ্রাম স্পেশালিস্ট কোডি ওয়াকার জানান, আসলে একটি সাপের দুটো মাথা বলে মনে হচ্ছে না। এখানে আসলে দুটো সাপ একে অপরের সঙ্গে কোনোভাবে একেবারে মিশে গেছে। প্রকৃতিতে দু'মুখো সাপ সাধারণ বেশি দিন বাঁচে না।