ঘূর্ণিঝড় ইরমা আটলান্টিক মহাসাগরে ওঠা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদেরা। এর প্রভাবও যে সর্বাত্মক হতে পারে সেটাও মোটামুটি জানা ছিল। তবে এতটা ধ্বংসাত্মক হবে ইরমার প্রভাব তা ভাবা যায়নি।
যুক্তরাষ্ট্রের বাহামাস ও ফ্লোরিডার মধ্য-পূর্ব উপকূলকে একেবারে সরিয়ে নিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়। কোথাও ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। পানিতে ডুবে গিয়েছে। পাশাপাশি ফ্লোরিডার কাছে টাম্পা ও পোর্ট শার্লট উপকূলের পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে!
অর্থাৎ সমুদ্রের উপকূল অনেকটা ভিতরে সমুদ্রগর্ভের দিকে চলে গিয়েছে যা এককথায় অবিশ্বাস্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, একবার ঝড়ের তাণ্ডব থেমে গেলেই ফের পানি এসে এই উপকূলবর্তী এলাকা ভরিয়ে দেবে।
সূত্র: হাফিংটন পোস্ট