জন্মদিনের কেক অবশ্যই খেতে হবে

পাঁচমিশালী কৌতুক September 9, 2017 2,478
জন্মদিনের কেক অবশ্যই খেতে হবে

এক রাস্তায় কিছু মেয়ে দাঁড়িয়ে ছিল। মন্টু সে স্থান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সাইকেলের চাকা গোবরের উপর দিয়ে উঠে গেল।


তা দেখে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো মজা করে বলল-

মেয়ে : হ্যাপি বার্থডে টু ইউ!


তখন মন্টু সাইকেল থামিয়ে বলল-

মন্টু : শুধু হ্যাপি বার্থ ডে বললে তো চলবে না। জন্মদিনের কেক তো তোমাদের অবশ্যই খেতে হবে।