চিকিৎসকরা বলেছিলেন, তার বাঁচার কোনও আশা নেই। তাই তাকে আর হাসপাতালে না রেখে বাড়ি নিয়ে যাওয়াই ভালো।চিকিৎসকের কথা মতো তাকে বাড়ি নিয়ে যাওয়ারই বন্দোবস্ত করেন পরিবারের লোকেরা।
কিন্তু কেরালের ইড়ুক্কি জেলায় ভ্যানডানমেদ গ্রামে বাড়ির কাছাকাছি অ্যাম্বুলেন্স যখন পৌঁছাল, তখন রোগীর কোনও রকম সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকভাবে তিনি 'মৃত'।
আর তা ভেবেই বাড়ির লোক 'মরদেহটি শেষকৃত্যের আগে হিমঘরে রাখার বন্দোবস্ত করে। সেখানেও রাখাও হয় 'মরদেহ'। কিন্তু তারপরই ঘটে 'অলৌকিক ঘটনা'! একঘণ্টা হিমশীতল ঘরে থাকার পর, জীবিত হয়ে ফেরে 'মৃতদেহ'।
জানা গেছে, জন্ডিসে ভুগছিলেন বছর চল্লিশের কেরালের ওই মহিলা। দু'সপ্তাহ ধরে মাদুরাই হাসপাতালে তার চিকিৎসাও চলে। কিন্তু তার অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করলে, তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দেন চিকিৎসকরা।